ভূমি রেজিষ্ট্রেশন ব্যবস্থা জনগনের স্থাবর সম্পতি রক্ষাকরার একটি অন্যতম মাধ্যম, যার দ্বারা জনগনের জীবন মানের উন্নতি সাধিত হয়। অত্র দপ্তরের আওতা ভূক্ত দলিল লেখক গনের মাধ্যমে জনগনের চাহিদাকৃত মৌজার জমি রেজিস্ট্রি করার জন্য নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প লিখিত দলিল আকারে দাখিল করা হয়। দাখিলি কাগজ পত্রের শরিকানা নোটিশ আদায় পূর্বক সরকারী কমিশনার (ভূমি)আফিসে নাম সংশোধনের জন্য মালিকানা নোটিশ প্রেরণ করা হয়। ক্রেতা বিক্রেতাকে সনাক্ত করার পর বিক্রেতার হাতের নমুনা (টিপ) সংগ্রহের মাধ্যমে ক্রমিক নম্বর উল্লেখ পূর্বক বিক্রেতাকে রশিদ প্রদান করে, দলিল খানা বালামে লিপিবদ্ধ বা (স্থয়ী রেকর্ড) তৈরী করা হয়ে থাকে । বালামে নিবন্ধন হওয়ার পর ক্রেতা বিক্রেতার নামের তালিকা বা সূচী তৈরী করার সাথে সাথে মৌজার সূচী তৈরী করা হয়, যাতে করে জনগন পরবর্তীতে অত্র দলিল সর্ম্পকে তথ্য পেতে পারে। সর্বপরি মূল দলিল খানা জনগনকে ফেরৎ প্রদান করা হয়। অত্র কার্যালয়টি একটি জনগনের সেবা মূলক প্রতিষ্ঠান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস