ক্র:নং |
সেবার নাম |
সেবার বিস্তারিত |
০১। |
জমি রেজিস্ট্রি করন |
অত্র দপ্তরের আওতা ভূক্ত দলিল লিখকগনের মাধ্যমে জনগনের চাহিদা কৃত মৌজার জমি রেজিস্ট্রি করার জন্য নন-জুডিশিয়াল স্ট্রাম্পে লিখিত দলিল আকার দাখিল করা হয়। দলিল কাগজ পত্রের সাথে মালিগন নোটিশ আদায় পূর্বক সহকারী কমিশনার ভূমি অফিসের নাম সংশোধনের জন্য মালিকানা নোটিশ প্রেরণ করা হয়। দাখিলি দলিলের জমির শ্রেনী ভিত্তিক সরকারী রাজস্ব আদায় করা হয়। ক্রেতা/বিক্রেতাকে সনাক্ত করার পর বিক্রেতার হাতের নমুনা (টিপ) সংগ্রহের মাধ্যমে ক্রমিক নম্বর উল্লেখ পূর্ব বিক্রেতাকে রশিদ প্রদান করে দলিল খানা বালামে লিপিবদ্ধ বা স্থায়ী রেকর্ড তৈরী করা হয়ে থাকে। বালামে নিবন্ধন হওয়ার পর ক্রেতা বিক্রেতার নামের তালিকা বা সূচী তৈরী করার সাথে সাথে মৌজার সূচী তৈরী করা হয়,যাতে করে জনগণ পরবর্তিতে অত্র দলিল সর্ম্পকে তথ্য পেতে পারে। সর্বপরি মুল দলিল খানা জনগণকে ফেরৎ প্রদান করা হয়। |
০২। |
বাজার মূল্য প্রত্তুতি করা |
প্রতি দুই বছর জেলা রেজিষ্ট্রারের সভাপতিত্ত্বে প্রতিটি মৌজার গড় বাজার মূল্য জমির শ্রেনী অনুযায়ী প্রত্তুত করা হয়ে থাকে। |
০৩ । |
আদালত কর্তৃক চাহিত মামলার তদন্ত প্রতিবেদন প্রদান। |
আদালত কর্তৃক চাহিত মামলার নিস্পত্তির জন্য সঠিক তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিল করা হয়। যাহা জনগনের আইটি সহায়তা হেসাবে দেওয়া হয়ে থাকে। |
০৪। |
ভূমি অফিসে নোটিশ প্রদান |
সহকারী কমিশনার (ভূমি) অফিসে মালিকানা নোটিশ প্রদান করা হয়। যাতে করে জনগণ নাম সংশোধনের সহায়তা পেতে পারে। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS